
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:৫৩

শুক্রবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সেই স্বতঃস্ফূর্ত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের পঞ্চাশ বছর পূর্তি এ বছর। পঞ্চাশ বছর আগে জাতি যখন রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও বিভক্তির সংকটে নিমজ্জিত ছিল—তখন সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্য এবং সাধারণ জনগণের সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতার অন্ধকার ভেদ করে নতুন এক রাষ্ট্রীয় দিকনির্দেশনার সূচনা হয়। ইতিহাসের সেই দিনেই আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক হিসেবে।
