https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

‘ডেভিল হান্ট’ চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

শেয়ার করুনঃ
‘ডেভিল হান্ট’ চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যতদিন ‘ডেভিল’ শেষ না হবে, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের টার্গেট করেই এ অভিযান পরিচালিত হবে।  

গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর ঘোষণা দেয়। শনিবার রাত থেকেই যৌথ বাহিনী অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়।  

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, এ পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে ধরতে অভিযান চলছে।  

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

এদিকে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা আছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

অভিযান শুরুর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।  

গাজীপুরের হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকে হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। বিভিন্ন সংগঠনও এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে। অভিযানের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজনীতি, সরকারের বিবৃতিতে জনআস্থা নিশ্চিতের বার্তা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজনীতি, সরকারের বিবৃতিতে জনআস্থা নিশ্চিতের বার্তা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের একাংশ আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন, দমন-পীড়ন ও সন্ত্রাসের অভিযোগ এনে এই দলটিকে নিষিদ্ধ করার দাবিতে একাট্টা হয়েছে। জনগণের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছে। সরকার শুক্রবার এক বিবৃতিতে জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায়

নিষিদ্ধের পথে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, অন্তর্বর্তী সরকারের তরফে ইঙ্গিত

নিষিদ্ধের পথে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, অন্তর্বর্তী সরকারের তরফে ইঙ্গিত

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ফেসবুক পোস্ট। বৃহস্পতিবার রাতে দেওয়া একটি পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়ায় রয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, এই দুটি সংগঠন নিষিদ্ধ করার প্রক্রিয়া সপ্তাহ খানেক আগে থেকেই শুরু হয়েছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বর্তমানে

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ থেকে স্নিগ্ধের পদত্যাগ

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ থেকে স্নিগ্ধের পদত্যাগ

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্নিগ্ধ জানান, ব্যক্তিগত উচ্চশিক্ষার সুবিধার্থে তিনি এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমার রাজনীতিতে যুক্ত

বিদেশ পালানো প্রসঙ্গে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার: দায়ীদের বিচার না হলে পদত্যাগ করব

বিদেশ পালানো প্রসঙ্গে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার: দায়ীদের বিচার না হলে পদত্যাগ করব

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ফের তীব্র প্রতিক্রিয়া জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই ঘটনায় যেসব ব্যক্তি বা গোষ্ঠী জড়িত, তাদের আইনের আওতায় আনা না গেলে তিনি নিজেই পদত্যাগ করবেন। বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্য

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের অটল সমর্থন-ইয়াও ওয়েন

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের অটল সমর্থন-ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন। বাংলাদেশ ও চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।   ইয়াও ওয়েন বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, এমন সংকটময়