সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যতদিন ‘ডেভিল’ শেষ না হবে, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের টার্গেট করেই এ অভিযান পরিচালিত হবে।
গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর ঘোষণা দেয়। শনিবার রাত থেকেই যৌথ বাহিনী অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, এ পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে ধরতে অভিযান চলছে।
এদিকে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা আছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শুরুর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
গাজীপুরের হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকে হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। বিভিন্ন সংগঠনও এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে। অভিযানের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।