হাসিনা হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন
হাসিনা হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত

বহুল আলোচিত হাসিনা বেগম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গত ৩ ফেব্রুয়ারি বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খাঁনবাড়ীর পিছনে একটি খালের পার থেকে অজ্ঞাতনামা মৃত মহিলার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হাসিনা বেগমের (৪০) বলে শনাক্ত করে। হাসিনার ছেলে মোঃ হাসান বাদী হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এই মামলার রহস্য উদঘাটনের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম এবং পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রযুক্তির সহায়তা এবং গুপ্তচরের মাধ্যমে অপরাধীকে সনাক্ত করে। পুলিশ অভিযুক্ত ফিরোজ হাওলাদারকে (৩৬) গ্রেফতার করে। ফিরোজের কাছ থেকে হত্যার সাথে সম্পর্কিত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়, যেমন – হাসিনার ব্যবহৃত মোবাইল ফোন, গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল এবং হাতের বালা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ জানায়, সে হাসিনার কাছ থেকে পাওনা টাকা চাইছিল। টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে, সে পরিকল্পিতভাবে হাসিনাকে হত্যা করে। ফিরোজ তার ব্যবহৃত ওড়না দিয়ে হাসিনার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে দেয়।


বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। হাসিনার পরিবারের সদস্যরা এই দ্রুততম সময়ে অভিযুক্তের গ্রেফতার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।