শ্রাবণীর মেডিকেল ভর্তি খরচের দায়িত্ব নিলেন বিএনপি নেতা মীর জাহিদ

নিজস্ব প্রতিবেদক
মোঃ ইলিয়াস আলী - জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন
শ্রাবণীর মেডিকেল ভর্তি খরচের দায়িত্ব নিলেন বিএনপি নেতা মীর জাহিদ

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী শ্রাবণী রাণী অবশেষে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণের পথে। রংপুর মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছেন শ্রাবণী, তবে তার পরিবার দারিদ্র্যের কারণে তার ভর্তি ও পড়াশোনার খরচ বহন করতে পারছিল না। তবে, তার পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মীর জাহিদ হাসান।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মীর জাহিদ হাসান শ্রাবণীর বাড়িতে গিয়ে তার মেডিকেল ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নেন। শ্রাবণীর বাবা শ্যামল চন্দ্র বর্মণ শ্যালো ইঞ্জিন মেরামত করে যা আয় করেন, তা দিয়ে সংসার চালাতে হয়। তার মা সুভাসী রানী বর্গা জমিতে চাষাবাদ করে সংসারের খরচ চালান। তিন বোনের পড়াশোনার খরচ চালাতে অভাবের সঙ্গে সংগ্রাম করেও কোনোরকমে পরিবার চলত। তবে, শ্রাবণীর মেডিকেল কলেজে ভর্তির খবর তাদের জীবনেই নতুন আশা নিয়ে এসেছে।


শ্রাবণী জানান, এত বাধা অতিক্রম করার পর সে এখন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এবং এ ব্যাপারে স্কুল-কলেজের শিক্ষকদের সহায়তা ছাড়া কিছুই সম্ভব হতো না। মীর জাহিদ হাসানের আর্থিক সহায়তা তার স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শ্রাবণীর বাবা বলেন, "মেয়ের লেখাপড়ার খরচ চালানো আমার পক্ষে খুবই কঠিন ছিল, কিন্তু জাহিদ ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার সহায়তায় আমরা অনেক কিছুই করতে পারবো।" মীর জাহিদ হাসান এই সময়ে বলেন, "মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। শ্রাবণীকে পড়াশোনা চালিয়ে যেতে আমি সর্বান্তকরণে সাহায্য করবো।"


এ সময় উপস্থিত ছিলেন আকচা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক শমসের আলী, ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষক সীমান্ত কুমার বর্মণ, আইনজীবী রিয়াজুল ইসলাম, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইশারুল ইসলাম, আকচা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।