নওগাঁয় ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন
নওগাঁয় ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৭ দফা দাবিতে নওগাঁয় ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়। এরপর বাটার মোড়, তাজের মোড়, এবং ব্রীজের মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 


জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিম বিন বারি, আরমান হোসেন ও ফজলে রাব্বির নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আসা আন্দোলনের সমর্থকরা। 


আয়োজকরা জানান, এই ঘোষণাপত্র হবে অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং ভবিষ্যৎ সংবিধানের ভিত্তি। তারা ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। এ সময় বক্তারা বলেন, জনগণের রক্তে অর্জিত এই অভ্যুত্থানের বৈধতা দিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, "আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে গণহত্যা, গুম ও নির্যাতনের পুনঃতদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।" জাতীয় নাগরিক কমিটির মনিরা শারমিন বলেন, "এ অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। তাই জনগণের সমর্থন নিয়ে এটি বৈধতা অর্জন করতে হবে।" 


আন্দোলনের নেতারা সরকারের প্রতি জনমতের চাপ সৃষ্টি করে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানান। তারা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে।


আপনার নির্দেশনা অনুযায়ী সংবাদের কাঠামো সাজানো হয়েছে। কোনো কিছুতে পরিবর্তনের প্রয়োজন হলে জানাবেন।