অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন আয়োজন করবে কমিশন এমনটাই আওয়ামী লীগের প্রত্যাশা বলেও জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
এসময় নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো বহিরাগত সন্ত্রাসী বাহিনী সাধারণ ভোটারদের বাধা দেওয়ার আশঙ্কা করেন তিনি। এর জন্য নির্বাচন কমিশনকে প্রস্তত থাকার আহবান করেন সেতুমন্ত্রী।
নির্বাচনে বিএনপি কেনো পোলিং এজেন্ট দিতে পারে না বা তাদের কর্মী সংখ্যা কিভাবে কমে গেলো তা বিএনপিরাই ভালো করে জানে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। সেই সাথে পদ্মা সেতু নির্মাণের সাথে জড়িত চীন ফেরত নাগরিকরা নজরদারিতে আছে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের কারণে পদ্মাসেতুর কাজে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন সেতুমন্ত্রী।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।