মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে পান বরজে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পান চাষিরা। ১১ ডিসেম্বর (বুধবার) রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, পাঙ্গাসিয়া এলাকায় রাতের অন্ধকারে দূর্বৃত্তরা পান বরজে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এরই মধ্যে পাঁচজন পান চাষির পান বরজের বেশ কিছু অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পান চাষিদের মধ্যে ওসমান বেপারী, রব হাওলাদার, ভাসাই হাওলাদার, সোহাগ বেপারীসহ আরও অনেকে রয়েছেন।
ওসমান বেপারী, একজন ক্ষতিগ্রস্ত পান চাষি, জানান, তিনি দীর্ঘদিন ধরে পান চাষ করে আসছেন এবং পান বরজ গড়ে তুলতে লোনও নিয়েছিলেন। কিছুদিন আগে পান বিক্রি শুরু করেছিলেন, কিন্তু এর মধ্যে কেউ বা কারা তাঁর বরজে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি বলেন, "আগুন নেভাতে নেভাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন বুঝতে পারছি না, সংসার কীভাবে চলবে আর কিভাবে লোন পরিশোধ করব।"
কালকিনি উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা খাকোন জমাদ্দার জানান, আগুন লাগার খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন, তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তাঁদের আর যেতে হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, "ওসমান বেপারী লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।"
এই ঘটনা এলাকায় শোকের সৃষ্টি করেছে এবং পান চাষিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।