কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৪ঠা ডিসেম্বর ২০২২ ০৭:২৬ অপরাহ্ন
কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আজ থেকেই মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।


মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাট্রেজিক প্লানিং ডিপার্টমেন্ট ও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেন।


এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি গত ৪ অক্টোবর অবসরে গেলে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। এক মাস দুই দিনের মাথায় তাকে পরিবর্তন করে মেজবাউল হককে দায়িত্ব দেওয়া হলো।