বাংলাদেশ কোস্ট গার্ড রাজধানী ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। আজ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ঢাকা জোনের পাগলা স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি কেরানীগঞ্জ উপজেলার পাংগাও বুড়িগঙ্গা নদী সংলগ্ন এলাকায় ছিল। সেখানে এক স্টিল বডি বোট তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
অভিযানে জব্দ করা হয় ১ কোটি ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল, যা নদী ও জলজ প্রাণী সম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত কারেন্ট জাল সঠিকভাবে ধ্বংস করার জন্য স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ মৎস্য শিকার ও পরিবেশের ক্ষতি করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কোস্ট গার্ড।
এদিকে, কোস্ট গার্ডের এই উদ্যোগের ফলে নদী এলাকায় অবৈধ মৎস্য শিকার কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।