ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে সিভিল সোসাইটি অব দিল্লি, যা হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) সমর্থন করছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দিল্লির চাণক্যপুরী থানা থেকে পদযাত্রা শুরু হয়ে বাংলাদেশ হাইকমিশনের দিকে যেতে ঘোষণা করা হয়েছে বিক্ষোভকারীদের। এই কর্মসূচি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ অন্তত এক যুগ ধরে দিল্লির বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয় নাগরিকদের বিক্ষোভ কার্যক্রম দেখা যায়নি।
বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, এটি বহু বছরের মধ্যে প্রথম বিক্ষোভ, যা বাংলাদেশের প্রতি ভারতীয় রাজনৈতিক অবস্থানকে নতুন আলোচনায় নিয়ে এসেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে আরএসএস নেতা রজনীশ জিন্দাল, সাবেক ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান রাজীব জৈন এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বিনা সিক্রি উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে অভিযোগ ওঠে হামলা ও সহিংসতা চালানোর। এসব ঘটনা ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশনে হামলার পর সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে।
এই উত্তেজনার মধ্যেই গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। তার সফরের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা প্রশমিত করা। তবে তার সফরের পরপরই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এমন বিক্ষোভের আয়োজন নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আবারো তলানিতে পৌঁছতে পারে।
বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এই ধরনের কর্মসূচি ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য উদ্বেগজনক হতে পারে। এর ফলে একদিকে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, অন্যদিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।