বাংলাদেশ-ভারত সীমান্তের চারটি শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সীমান্তের ওপারে বিক্ষোভের কারণে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশনে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
চাতলাপুরে আমদানি-রপ্তানি ২৭ নভেম্বর থেকে বন্ধ থাকলেও বটুলিতে ২৮ নভেম্বর থেকে এই অচলাবস্থা শুরু হয়। জকিগঞ্জ ও শেওলার কার্যক্রম বন্ধ রয়েছে গত সোমবার থেকে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ত্রিপুরা ও আসামের স্থানীয় সংগঠনগুলোর বিক্ষোভের জেরে এসব শুল্ক স্টেশনে কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষত ত্রিপুরার কৈলাসহরে এবং আসামের সুতারকান্দি ও করিমগঞ্জে স্থানীয় সংগঠনগুলোর বাধা আমদানি-রপ্তানির প্রধান কারণ বলে জানা গেছে।
বর্তমানে বাংলাদেশের ২২টি স্থলবন্দরের মধ্যে কার্যকর রয়েছে ১৬টি, যার মধ্যে ১১টি সচল। গত চার মাসে প্রধান নয়টি স্থলবন্দরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে আমদানির তুলনায় রপ্তানি কিছুটা বেড়েছে।
এ বছর আমদানি হয়েছে ৫৯ কোটি ১১ লাখ টন, যা গত বছরের ৭৭ কোটি ৪৩ লাখ টনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে রপ্তানির পরিমাণ ১৭৬ কোটি ৬৭ লাখ টন, যা গত বছরের ২৮ কোটি ৯৩ লাখ টনের চেয়ে অনেক বেশি।
ব্যবসায়ীরা মনে করেন, ডলার সংকট এবং ব্যাংক নীতিমালার পরিবর্তনের কারণে আমদানি কমলেও ভারতমুখী রপ্তানি বাড়ছে।
ভিসা সংকটের কারণে যাত্রী পারাপারও কমেছে। ৫ আগস্ট থেকে নতুন ভিসা বন্ধ থাকায় বেশিরভাগ যাত্রী পুরোনো ভিসা ব্যবহার করছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, সীমান্ত পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী পারাপার আগের অবস্থায় ফিরে আসবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।