সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলি হলেন ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৬:৪৭ অপরাহ্ন
সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলি হলেন ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন

সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে দীর্ঘ ২২ বছর পর বদলি হয়েছেন ডিজেল/অটো ট্রেডের ইন্সট্রাক্টর মো. দেলোয়ার হোসেন। গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাকে ঢাকার বিজি-টিটিসিতে বদলি করার আদেশ দেয়। তবে, এখনও তিনি সিলেটে অবস্থান করছেন এবং আগামী মাসের মধ্যে সিলেট ত্যাগ করার কথা জানিয়েছেন।  


দেলোয়ার হোসেন ২০০৪ সালে সিলেট টিটিসিতে যোগদান করেন এবং দীর্ঘ সময় ধরে এখানকার ডিজেল/অটো ট্রেডের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিক সূত্র জানিয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য অবৈধ সম্পত্তি তৈরি করেছেন। সিলেট টিটিসিতে তার দীর্ঘ কর্মজীবনে তিনি নানা সুযোগ-সুবিধা লাভের পাশাপাশি রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলেন। ঢাকা গাজীপুরের বাসিন্দা দেলোয়ার হোসেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আর তার বড় ভাই গাজীপুর সিটি কর্পোরেশনের তিনবারের কাউন্সিলর ছিলেন।  


অভিযোগ রয়েছে, তিনি সিলেট টিটিসিতে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছেন, বিশেষ করে মহিলা বিদেশি কর্মী ট্রেডে একাধিক অসহায় মহিলার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়া হয়েছে। এছাড়া, ডিজেল/অটো ট্রেডে নানা অস্বচ্ছ লেনদেন এবং দুর্নীতির মাধ্যমে তিনি নিজেকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।  


অন্যদিকে, বদলির পর সিলেট টিটিসির কর্মকর্তা-কর্মচারীরা জানান, দেলোয়ার হোসেনের বদলির আদেশ অনেকদিন আগে এসেছিল, তবে তার দীর্ঘকালীন পদায়ন এবং ক্ষমতার দাপটের কারণে তা আটকে ছিল। বদলি আদেশে দেরি হওয়ায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো কার্যকর তদন্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  


এখন প্রশাসনের পক্ষ থেকে সিলেট টিটিসির নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নজর রাখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।