ঢাকার তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সাক্ষাৎকালে তারা উভয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন।
এর আগেও, ২৫ অক্টোবর, সেনাপ্রধান ড. ইউনূসের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরকালে, তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আন্তর্জাতিক সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, সেনাপ্রধান ১৭ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী বিশেষত সশস্ত্র বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয়।
সেনাপ্রধানের সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরো কার্যকর এবং প্রশংসনীয় করে তোলা। তাঁর এসব সাক্ষাৎ ও আলোচনা বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা উদ্যোগে দেশটির অবদানকে আরও দৃঢ় করেছে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।