প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ২৩:১৬
অন্তর্বর্তীকালীন সরকার সব সম্প্রদায়ের সমান অধিকারের একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি সমাজ চাই না যেখানে উৎসব পালন করতে সেনাবাহিনী বা পুলিশ ব্যবহার করতে হয়। আমাদের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব সম্প্রদায়ের নাগরিকের সমান অধিকার নিশ্চিত থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকার এমন একটি দেশ গড়তে চায় যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়।”
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে ড. ইউনূস বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে যান। সেখানে তিনি ফুল দিয়ে স্বাগত জানানো হলে পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুরোহিতদের সঙ্গে কথা বলে পূজার খোঁজখবর নেন।
ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে ঢাকেশ্বরী মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসএসএফ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল, এবং সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।
প্রধান উপদেষ্টার উপস্থিতি হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা তাকে স্বাগত জানান এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
এদিনের মতবিনিময় সভা থেকে বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান জানানো হয়, যাতে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে সকলে একসঙ্গে কাজ করতে পারে।
ড. ইউনূসের এই উদ্যোগের ফলে আগামীতে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে একতা ও শান্তির পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদী অনেকেই।