বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সকল নাশকতায় জড়িত ছিল: হারুন

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ২৪শে জুলাই ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন
বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সকল নাশকতায় জড়িত ছিল: হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশিদ বলেছেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল। মঙ্গলবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টুরোডস্থ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এসব নাশকতায় জড়িতদের একে একে  গ্রেফতার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি-জামায়াতের দেড়শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছিল।


হারুন অর রশিদ বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেফতার করেছি এমনটি নয়, গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে।