প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১:২১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. রায়হান উদ্দিন মুরাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার), কল্যাণ ও ফোর্স বিভাগ; ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন); ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মিঠুন কুমার কুন্ডুকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) হিসেবে বদলি হওয়া হয়েছে।