ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬ জনে। এ সংখ্যা গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত ২ এবং ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ২১ জন মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
রোববার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা নয়জন ও ঢাকার বাইরের আটজন।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬২৯ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ২৫৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৩৫৭জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকায় তিন হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ২৩৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে এসেছেন ৮৩ হাজার ৮৫১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে এসেছেন এক লাখ ২২ হাজার ৪৩৭ জন।
এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।