পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের মো. হুমায়ূন কবির, পুলিশ অধিদপ্তরের ওয়াই এম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনিরুল ইসলাম ও কামরুল হাসানের পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। সিরাজাম মুনিরা স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদান পত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।