আগামী এক বছর ব্যালটে ভোট নেবে না ইসি

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৪ই সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৬ অপরাহ্ন
আগামী এক বছর ব্যালটে ভোট নেবে না ইসি

সিটি করপোরেশনসহ যেসব এলাকায় আগে যেকোনো নির্বাচনে ইভিএমের ব্যবহার হয়েছে, জাতীয় নির্বাচনে সেসব আসনেই ইভিএম এ ভোট হবে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের অভ্যস্ত করতে আগামী এক বছরে আর কোনো নির্বাচনে ব্যালট ব্যবহারের পরিকল্পনা নেই ইসির।


সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের পরই এর পক্ষে বিপক্ষে নানা মহলে নানা আলোচনা। এরই মধ্যে প্রশ্ন উঠেছে কোন কোন আসনে হচ্ছে এ ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার আবার এসব আসন কীভাবে নির্বাচন করবে কমিশন।


বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। অসুস্থ থাকায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।


রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য একটাই- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা। আমরা অনেক প্রশ্নের সম্মুখীন এবং আমরা অনেক আস্থার ঘাটতির মধ্যে আছি। আমাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ দিয়েছি, আমরা কিছুটা হলেও আগের থেকে আস্থা অর্জনে এগিয়ে গেছি।


এদিকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি বলেন, পরিকল্পনা ধরেই এগিয়ে যাব আমরা। সবার সহযোগিতা পেলে অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষেম হব।


ইসি দাবি করছে, একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ৪৪-৬২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের উপনির্বাচনে ১২টি আসনে ২৭ দশমিক ০৫ শতাংশ, ছয়টি সিটি করপোরেশন নির্বাচনে ৩৮ দশমিক ৩৭ শতাংশ, ১৯টি উপজেলায় ২৮ দশমিক ৯৫ শতাংশ, ১৭১টি পৌরসভায় ৫৮ দশমিক ৭০ শতাংশ এবং ৫১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৮ দশমিক ৭২ শতাংশ ভোট হয়েছিল।


ইসি রোডম্যাপে উল্লেখ করেছে, ইভিএম ব্যবহারের বিষয়ে সংলাপে অংশগ্রহণকারী ২৯টি রাজনৈতিক দলের মধ্যে এর পক্ষে মত দিয়েছে ১৭টি দল। আর ১২টি দল এর বিপক্ষে মত দিয়েছে।