১০ কোটি টাকা ক্ষতিপূরণ চান সেই জজ মিয়া !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২১শে আগস্ট ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন
১০ কোটি টাকা ক্ষতিপূরণ চান সেই জজ মিয়া !

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে চেষ্টার কমতি ছিল না তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের। সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। তবে ধোপে টেকেনি সেই আষাঢ়ে গল্প। ফাঁস হয়ে যায় সব ষড়যন্ত্র। তদন্তে বেরিয়ে আসে ভয়ভীতি ও আর্থিক প্রলোভন দেখিয়ে আদায় করা হয়েছিল জজ মিয়ার মিথ্যা জবানবন্দি।


বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে তার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে এ নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য ভয়াবহ হামলা থেকে বেঁচে যান। 


তবে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ও অপর ২৪ জন এতে নিহত হন। এছাড়া এ হামলায় আরও ৪০০ জন আহত হন। তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।


আওয়ামী লীগের জনসভায় হামলার পর প্রথমে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। মতিঝিল এবং রমনা থানা ঘুরে হয়রান হন আওয়ামী লীগ নেতারা। বিচারপতি জয়নুল আবেদিনকে দিয়ে এক সদস্যদের বিচার বিভাগীয় কমিটি গঠন করে সাজানো হয় অবাস্তব নাটক।


২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর সেনবাগ ধেকে ধরে আনা হয় জজ মিয়া নামে এক যুবককে। ১৭ দিন রিমান্ডে রেখে, ভয়ভীতি ও আর্থিক প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে একটি সাজানো জবানবন্দি আদায় করে সিআইডি।


২০০৫ সালের ২৬ জুন আদালতে দেয়া কথিত জবানবন্দিতে জজ মিয়া বলতে বাধ্য হন, পাঁচ হাজার টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন তিনি।


২০০৬ সালের আগস্টে এ নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেন জজ মিয়ার ছোট বোন খোরশেদা বেগম। তিনি জানান, জজ মিয়াকে গ্রেফতারের পর থেকেই সিআইডি তার পরিবারকে ভরণপোষণের টাকা দিয়ে আসছিল। বের হয়ে আসে থলের বেড়াল। আসামি থেকে জজ মিয়া হন মামলার সাক্ষী।


২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে এ মামলার তদন্তের উদ্যোগ নেয়। তদন্ত শেষে ২০০৮ সালের ১১ জুন এ সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি। অব্যাহতি দেয়া হয় জোট সরকারের আমলে গ্রেফতার হওয়া জজ মিয়া ও পার্থসহ ২০ জনকে।


কোনো অপরাধ না করেও চার বছর জজ মিয়াকে কাটাতে হয় কারাগারে। তাইতো মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসানোর ঘটনায় এখন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চান জজ মিয়া।

সূত্র: সময় সংবাদ