অটোমেশন পদ্ধতিতে হবে পদ্মা সেতুর টোল আদায়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩রা জুলাই ২০২২ ০৮:২৭ অপরাহ্ন
অটোমেশন পদ্ধতিতে হবে পদ্মা সেতুর টোল আদায়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, পদ্মা সেতুর টোল আদায় হবে অটোমেশন পদ্ধতিতে। আগামীতে  তা দেয়ার জন্য দীর্ঘ লাইনে গাড়ি দাঁড় করাতে হবে না। তবে এজন্য কিছু দিন সময় লাগবে।


রোববার (৩ জুলাই) সচিবালয়ে ঈদুল আজহার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। বৈঠক শেষে তিনি এ কথা জানান।


আ ক ম মোজাম্মেল হক বলেন, পদ্মা সেতুর সুফল পেতে হলে টোল আদায়ে ভোগান্তি কমাতে হবে। এজন্য উদ্যোগ নেয়া হবে। অটোমেশন করা হবে টোল আদায়। কোথাও লম্বা লাইনে দাঁড়াতে হবে না। 

 

তিনি বলেন, অবশ্য এবার ঈদে পদ্মা সেতুতে টোল আদায়ে দুর্ভোগ থাকবে। তবে যত দ্রুত সম্ভব, এ প্রযুক্তির ব্যবহার শুরু করার উদ্যোগ নেয়া হবে।


বিদ্যমান শিশু আইন পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাস্তবতার আলোকে আইন পরিবর্ত হওয়া উচিৎ। শিক্ষক হত্যা, শিশু গ্যাং, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে কিশোররা। 

 

তিনি বলেন, আন্তর্জাতিক আইনে ১৮ বছর পর্যন্ত শিশু। কিন্তু জঘন্য অপরাধ করার পরেও ১৮ এর কাছে হওয়ার কারণে সাজা দেয়া যাচ্ছে না। তাই শিশুর বয়স কমানো উচিৎ বলে মনে করে সরকার।