ডলার সংকটের মধ্যে কমল রেমিট্যান্স প্রবাহ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১লা জুন ২০২২ ০৮:২৫ অপরাহ্ন
ডলার সংকটের মধ্যে কমল রেমিট্যান্স প্রবাহ

চলতি বছরের মে মাসে ১৮৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ পরিমাণ গেল বছরেরই একই সময়ের তুলনায় কম। পাশাপাশি এ বছরের এপ্রিল মাসের তুলনায়ও কম।


বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৭০ কোটি ৪৬ লাখ ডলার, ফেব্রুয়ারি ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার, মার্চে ১৮৫ কোটি ৮৭ লাখ ডলার এবং এপ্রিলে আসে ২০১ কোটি ৮ লাখ ডলার।


এদিকে গেল বছরের মে মাসে ২১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সুতরাং, প্রবাসী আয় প্রায় ১৩ শতাংশ কমে গেছে।


মে মাসে দেশের কিছু ব্যাংক প্রতি ডলার ৯৫ টাকার বেশি দামে কিনেছে। সে ডলার আরও বেশি দামে বিক্রি করা হয়েছে। এদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে সব ধরনের আমদানি করা পণ্যের দাম। ফলে জনসাধারণের বইতে হচ্ছে বাড়তি চাপ।


গেল রোববার (২৯ মে) প্রবাসী আয়ের সর্বোচ্চ ৮৯ টাকা ৮০ দর নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। যার কারণে মে মাসের শেষ তিন দিনে বৈধ পথে রেমিট্যান্স আসা কমে গেছে। বর্তমানে খোলাবাজারে ৯৬ থেকে ৯৭ টাকায় ডলার বিক্রি হচ্ছে। এদিকে বিদেশে হুন্ডিতেও ৯২ থেকে ৯৩ টাকা ডলার বিনিময় হচ্ছে।