রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে চায় অনেক বাংলাদেশি!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ ১০:১০ অপরাহ্ন
রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে চায় অনেক বাংলাদেশি!

বাংলাদেশিদের অনেকে রাশিয়ার অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে চায়―এমনটাই দাবি করেছে ঢাকায় রুশ দূতাবাস। বৃহস্পতিবার সন্ধ্যায় দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে আগ্রহীদের অসংখ্য চিঠি পেয়েছে দূতাবাস। এর প্রেক্ষিতে দূতাবাস বলেছে, পরিকল্পনা অনুযায়ী তাদের বিশেষ অভিযান চলছে। বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের এতে যোগ দেওয়ার প্রয়োজন নেই।


‘রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে যোগ দিতে আগ্রহী বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের প্রসঙ্গে’ শীর্ষক বিজ্ঞপ্তিতে ঢাকায় রাশিয়া দূতাবাস জানায়, বন্ধুপ্রতিম গণপ্রজাতন্ত্রী ডোনেটস্ক এবং লুগানস্ককে সাহায্য করার পাশাপাশি ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীকে রক্ষা করতে গত ২৪ ফেব্রুয়ারি মস্কো বিশেষ সামরিক অভিযান শুরু করে। গত ১১ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পক্ষে অভিযানে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের সহায়তা করার জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর প্রস্তাব অনুমোদন করেছেন।


রাশিয়া দূতাবাস জানায়, ‘ইউক্রেন এবং ডনবাসের মুক্তি আন্দোলনে বিনা বেতনে ভূমিকা রাখতে তাদের আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে অসংখ্য চিঠি বাংলাদেশে রাশিয়ার দূতাবাস পেয়েছে। এটা আনন্দের বিষয় যে, অনেক বাংলাদেশি পূর্ব ইউরোপে ন্যাটোকে প্রত্যাখ্যান এবং ইউক্রেনে নব্য-নাৎসিবাদের অবসান ঘটাতে রাশিয়ান সরকারের ন্যায়সংগত আকাঙ্ক্ষাকে স্বীকার করে। আমরা বাংলাদেশিদের এই মহৎ তাগিদকে সাধুবাদ জানাই। ’


দূতাবাস আরো জানায়, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী সফলভাবে নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। তাই বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবীদের সেই অভিযানে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ’