প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ২৩:২১
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'আইনের শাসন থাকতে আমি যথেচ্ছাচার করতে পারি না।' বিএনপি'র দাবি আইনানুগ নয় উল্লেখ করে তিনি বলেন, 'ওনারা (বিএনপি) আমাকে যত খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো।'
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ জিএম সিরাজের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রীর বক্তব্যের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জিএম সিরাজ তার দলের চেয়ারপারসনকে মানবিক বিবেচনায় শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। নইলে সংসদ থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি দেন তিনি।
জিএম সিরাজ বলেন, 'ম্যাডাম যদি চরম অবস্থায় চলে যান, তাহলে হয়তো এই পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব নাও হতে পারে। আমি এটাকে শর্ত দিচ্ছি না। তার কিছু হলে এর দায় আওয়ামী লীগকে বহন করতে হবে।'
তিনি আরও বলেন, 'কোভিডের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হচ্ছে, যা তাকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে পাঁচবার আবেদন করা হয়েছে। বারবার আবেদন করা হচ্ছে দল থেকেও। তাদের আবেদন, অতি দ্রুত জামিন দিয়ে খালেদা জিয়াকে দু-এক দিনের মধ্যে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক।'
গতকালের সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জি এম সিরাজ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন, রাগ-বিরাগের বশবর্তী হবেন না। গতকালের ওনার বক্তব্যের বিষয়ে বিনয়ের সঙ্গে বলছি, ওনার বক্তব্যের সঙ্গে শপথের ভাষা সাংঘর্ষিক। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না, এটা কি সঠিক?'
বিএনপি সাংসদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে।
বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিধান আইনে নেই মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, 'আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি এটা দেখাতে পারেন, তাহলে তো আমরা এটা বিবেচনা করতে পারি।'