প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৮:২২
জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান এটি। শুক্রবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে তিনি লেখেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। টিকার এই চালান শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।
এর আগে জাপান থেকে টিকার প্রথম চালানটি এসেছিল ২৪ জুলাই। সেই চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। এরপর ২ আগস্ট তৃতীয় চালানে আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। আর গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছায়।
প্রসঙ্গত, বাংলাদেশকে উপহার হিসেবে জাপান মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।