
‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ শাকিব খান

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৭:৫৭
শেয়ার করুনঃ

‘টিকা আমাদের কাছে আনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব টিকাদান সপ্তাহ। ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান সপ্তাহের আজ শেষ দিন। এই প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী ও প্রযোজক শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করেছে ইউনিসেফ বাংলাদেশ।
সংস্থাটি তাদের ফেসবুক পেজে শাকিব খানের একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছে, ‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান।
তাঁর আরও একটি পরিচয় আছে, তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন। এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন; সঠিক সময়ে আপনার এবং সন্তানের টিকাদান নিশ্চিত করুন।’
করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার শেষ দিনে টিকা নিয়েছেন শাকিব খান। তাঁর অনেক আগে টিকা নেওয়ার ইচ্ছা থাকলেও ঢাকার বাইরে পাবনায় ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে টিকার প্রথম ডোজ নিতে দেরি হয়ে যায়।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১


