প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:৫৭
আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খু্লে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
বিস্তারিত আসছে....
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের চতুর্থ দিনের বৈঠকের পর তিনি এ তথ্য জানান। অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলো এক ধরনের ঐকমত্যে পৌঁছেছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের পক্ষে সব
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় আসছে যুগান্তকারী পরিবর্তন। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে গঠন করা হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) নামে নতুন একটি শক্তিশালী সার্ভিস কাঠামো, যা উপসচিব থেকে সচিব পর্যন্ত পদগুলোকে একীভূত করবে। সূত্র জানিয়েছে, এসইএসে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে বিভিন্ন ক্যাডারের মেধাবী কর্মকর্তাদের জন্য। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা প্রশাসনের উচ্চপদে দায়িত্ব পালন করবেন। এসইএস গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মেধা ও
গাজাগামী ঐতিহাসিক মানবিক নৌবহরে থাকা বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা তাঁর বিবৃতিতে বলেন, গাজায় মানবিক সংকট রোধে যাঁরা আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছেন, তাঁদের সাহস ও মানবিকতার চেতনা বিশ্বব্যাপী শান্তি
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ওসি মাইনুল ইসলাম জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দাখিল করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানার আওতাধীন
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) দুই দেশের মধ্যে অভিনন্দন বার্তা বিনিময় করা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই বার্তা বিনিময়ে অংশগ্রহণ করেন। অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর ধরে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত