প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১২:১১
করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷
বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি জানান, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বৈঠকে বলেছে, নির্বাচন ইস্যুতে যেন কোনো ধরনের ‘ব্লেম’ না দেওয়া হয়। এজন্য কমিশন আগে থেকে সব রকম প্রস্তুতি শুরু করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎকালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং দেশের শৃঙ্খলা রক্ষায় অব্যাহতভাবে সেনাবাহিনীর সমর্থন নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর
একাত্তরের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইতিহাসের অবহেলিত প্রশ্নগুলো সামনে আনার আহ্বান জানান। ফারুকী বলেন, মুক্তিযুদ্ধের সময় যাঁরা দেশের জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তাঁদেরকে ইতিহাসের পাতা থেকে দূরে রাখা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলার সময়
আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতি নয়, তবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন জানাতে সব দলের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে। জেকবসন
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনা নিয়ে তার কোনো জ্ঞান নেই এবং এ বিষয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।তিনি জানান, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এমন খবর কিছু পত্রিকায় দেখেছেন, তবে অনলাইনে ছড়ানো নানা গুজবের কোনো সত্যতা নেই। এসব নিয়ে জনগণকে বিচলিত না হওয়ার