https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দেশে আবারো আনসার আল-ইসলামের ছয় ‘জঙ্গি’ গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:৫৮

শেয়ার করুনঃ
দেশে আবারো আনসার আল-ইসলামের ছয় ‘জঙ্গি’ গ্রেপ্তার

দেশে আবারো ধরা পড়লো একদল জঙ্গি । দেশের বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৪-এর অপারেশন অফিসার জিয়াউর রহমান ইনিউজ৭১ কে এ তথ্য জানান।

জিয়াউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের শাকিল ইসলাম (১৯), কুমিল্লার আশিকুর রহমান (১৮), কিশোরগঞ্জের আবু মো. ওবায়দুল্লাহ (১৭), ময়মনসিংহের তৌকির হোসেন (১৬), সিরাজগঞ্জের আরাফাত হোসেন নাঈম (১৯) ও রাজশাহীর আফসানুর রহমান রুবেল (৩১)।

অপারেশন অফিসার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। সে সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জিয়াউর রহমান বলেন, শাকিল ইসলাম পেশায় একটি দোকানের সেলসম্যান। তিনি কিছুদিন ধরে আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। শাকিল সংগঠনটির সামরিক শাখার একজন সদস্য। তার কাছে বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া গেছে। এ ছাড়া আশিকুর রহমানও একজন সেলসম্যান। তিনি গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলেন। তাদের দুজনকে রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়।’

জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব আরো জানিয়েছে, ওবায়দুল্লাহ একজন কলেজছাত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট করতেন। সেসব পোস্ট বা ভিডিও আপলোডের প্রমাণ পাওয়া গেছে। তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তৌকির হোসেনও মাদরাসার ছাত্র। এবং তার বিরুদ্ধেও ওবায়দুল্লাহর মতো একই ধরনের তথ্য পাওয়া গেছে। তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

র‍্যাব জানায়, আরাফাত হোসেন নাঈম স্থানীয় একটি কলেজের ছাত্র ও আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য। আফসানুর রহমান রুবেল পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং সংগঠনের সক্রিয় সদস্য। নাঈমকে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রুবেলকে রাজশাহী জেলার চন্দ্রিমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বৃহস্পতিবার অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নতুন সভ্যতার দিকে যেতে হবে, যা হবে শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের ভিত্তিতে।   তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেল বিশ্বকে এক আত্মধ্বংসী পথে

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। এই বৈঠকটি হবে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে, যা আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি দুই সরকারপ্রধানের প্রথম বৈঠক হবে। বুধবার (২ এপ্রিল) ভারতের দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয় যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেন ড. খলিলুর রহমান। বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। আগামীতে এই জোটের নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা,

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বুধবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।   নিউইয়র্ক টাইমসের জঙ্গিবাদ সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সংবাদপত্র কী লিখেছে তা নিয়ে মন্তব্য করতে চাই

 রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে দিয়েছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সরকার প্রয়োজন হলে কঠোর অবস্থান নেবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, তবে সরকার এ ধরনের প্রবণতা রুখতে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা