প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০:১৯
কারাবন্দি ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের মুক্তির দাবীতে ইউএনও অফিস ঘেরাও করেছেকয়েকশ নারী ও পুরুষ শ্রমিক।বৃহস্পতিবার দুপুরেইউএনও অফিসের সামনে সমবেত হয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন কর্মসূচীর কয়েকশনারী ও পুরুষ শ্রমিক। তারা ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানেরআশ^াসের প্রেক্ষিতে তারা উপজেলা চত্বর ত্যাগ করে।
ওসি আতিয়ার রহমান জানান, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকরা ভেবেছিল চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাদের চাকরি থাকবে না, তাই চাকরি রক্ষার দাবীতে তারা ইউএনও অফিসে এসেছিল।