ঈদে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা

শেয়ার করুনঃ
ঈদে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা
কুয়াকাটা

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের استقبال করতে বর্ণিল সাজে সেজেছে সাগরকন্যা কুয়াকাটা। সৈকত নগরী ও আশপাশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হোটেল-মোটেল মালিকরা দিচ্ছেন আকর্ষণীয় অফার, আর স্থানীয় ব্যবসায়ীরাও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।  

পদ্মা সেতু চালুর পর থেকে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বেড়েছে। এবারের ঈদের ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটক আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল-মোটেল মালিকরা তাদের কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন করা, নতুন আসবাব যোগ করা এবং বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কাজ করছেন। এখন পর্যন্ত ৭০% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ট্যুরিজম পার্ক, লাল কাঁকড়ার চর, লেম্বুর বন, শুটকি পল্লী, সোনাকাটা ইকোপার্ক, রাখাইন বাজার এবং বিভিন্ন বৌদ্ধ বিহার পর্যটকদের জন্য পুরোপুরি প্রস্তুত। স্থানীয় গাইড, অটোচালক, ট্যুরিস্ট বোট ও স্পিডবোট চালকরা তাদের যানবাহনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।  

ব্যবসায়ীরা জানান, রমজানে পর্যটকের সংখ্যা কম থাকলেও ঈদের ছুটিতে তা বাড়বে। রাখাইন মার্কেট, ঝিনুক মার্কেট ও বার্মিজ আচার দোকানগুলো পর্যাপ্ত পণ্য মজুদ রেখেছে। পাশাপাশি সৈকত ও আশপাশের খাবারের দোকানগুলোতে নতুন নতুন সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে।  

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক জানান, রমজানে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে বড় ধরনের ভিড় হবে বলে আশা করছেন তারা। এখন পর্যন্ত হোটেলের ৭০% কক্ষ বুকিং হয়ে গেছে এবং বাকি কক্ষগুলোর চাহিদাও বাড়ছে।  

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামবে। দীর্ঘ ছুটি থাকায় এবার আরও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। তাই সবার সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।  

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল বাড়ানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে বিশেষ নজরদারি রাখা হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।  

ঈদের ছুটিতে কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের জন্য এ বছর নিরাপত্তা ও সুবিধার দিক থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতের মনোরম দৃশ্য, নতুন রাইড এবং সুস্বাদু খাবার উপভোগ করতে ভ্রমণপ্রেমীরা এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে হাসপাতালে হামলা-ভাংচুরে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দেবীদ্বারে হাসপাতালে হামলা-ভাংচুরে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কুমিল্লার দেবীদ্বারে প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টারে’ হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় মোট ৪৪ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছে হাসপাতাল কতৃপক্ষ ও দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ‘দেবীদ্বার মা-মনি’ জেনারেল হাসপাতাল মিলনায়তনে, দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সহযোগিতায় ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টার’ আয়োজিত

ইনিউজে সংবাদ প্রকাশ: রাজনগরে কোটি টাকা আত্মসাতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ইনিউজে সংবাদ প্রকাশ: রাজনগরে কোটি টাকা আত্মসাতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজনগর উপজেলা পরিষদে চেক জালিয়াতি করে দেড় কোটি আত্মসাতে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাজনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৯ নভেম্বর ইনিউজ৭১ডটকমে ‘ রাজনগরে চেক জালিয়াতিতে কোটি টাকা আত্মসাত ফাঁস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের টনক নড়ে

অনুমতির ২ দিনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ৯০ টন পেঁয়াজ

অনুমতির ২ দিনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ৯০ টন পেঁয়াজ

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখার লক্ষ্যে সরকার সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে। রবিবার (৭ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। এরপর সোমবার আরও দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এর ফলে দুই দিনে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ

নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর

নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে একলাশপুর ইউনিয়নের ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে। একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলু বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের জন্য স্থানীয় ওয়ার্ড ও অঙ্গসংগঠনের

ছয় মাস পর নতুন ইউএনও পেল আত্রাইবাসী

ছয় মাস পর নতুন ইউএনও পেল আত্রাইবাসী

দীর্ঘ প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ার পর অবশেষে নওগাঁর আত্রাই উপজেলা পেল নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শেখ মো. আলাউল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। নতুন ইউএনও-এর আগমনে আত্রাই উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে