গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ ০৬:৪৭ অপরাহ্ন
গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দুই হাজার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে কোনো জায়গা নেই। দলীয়ভাবে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, যারা গণহত্যা, সন্ত্রাস এবং দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।"


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "সারা দেশে আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগ দিচ্ছেন এমন তথ্য আমার জানা নেই। তবে এটি নিশ্চিত করতে চাই যে, গণতন্ত্র এবং সুশাসনের জন্য আমাদের দল দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে।"


দেশে চলমান দুর্নীতি এবং ফ্যাসিবাদ থেকে উত্তরণের বিষয়ে মহাসচিব বলেন, "দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই এসব সমস্যা সমাধান সম্ভব। জনগণের শাসন ও নির্বাচিত পার্লামেন্ট দ্বারা দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায়ে সমাধান সম্ভব নয়।"


এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ও আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, "শীতার্তদের কষ্ট লাঘবে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এ কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে। বিএনপি জনগণের দল এবং আমরা সব সময় সাধারণ মানুষের পাশে আছি।"


তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, "বর্তমান সরকার জনবিচ্ছিন্ন ও ফ্যাসিবাদী। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"