কুয়াকাটায় মটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৪:৪৪ অপরাহ্ন
কুয়াকাটায় মটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষ, আহত ৪


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে একটি মোটরসাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।


ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক বেলাল (২৭), অটোচালক রনি (২৮), অটোযাত্রী শাহজালাল (৩২) এবং মোটরসাইকেলের আরোহী কাইয়ুম। আহতরা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।


কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা প্রদানকারী ডাঃ আশিকুর রহমান জানান, "এ সময় চারজন আহত হয়েছেন। কাইয়ুমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকার জনগণ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।