শ্রম আইনের নিয়ম লঙ্ঘন করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ আরো তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেছেন আদালত। বিচারক ৬ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম তাদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা আমলে নিয়ে এ সমন জারি করেন।
আদালতের সেরেস্তাদার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। শিগগিরই তাদের ঠিকানায় সমন পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে শ্রম আইনের ১০টি নিয়ম ভাঙার অভিযোগে গত ৫ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধি দপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম। এই মামলায় ড. ইউনূস ছাড়াও তিনজনকে বিবাদী করা হয়। তাঁরা হলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও জেনারেল ম্যানেজার গৌরিশংকর।
তরিকুল ইসলামের অভিযোগ, গত বছরের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসের অফিসে পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দেখেন প্রতিষ্ঠানটি মোট ১০টি শ্রম আইন ভেঙেছে। এর আগে গত ৩০ এপ্রিল এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এই ভুলগুলি সংশোধনের নির্দেশ দেন। ৭ মে চিঠি পাঠিয়ে এই বিষয়ে জবাব দেয় ইউনুসের সংস্থা। কিন্তু, তা পছন্দ হয়নি সরকারের।এরপর ২৮ অক্টোবর ফের নিয়ম মানার জন্য সংস্থাটিকে নির্দেশ দেন তরিকুল। কিন্তু, তাতে সাড়া না দিয়ে বিবাদীরা ফের সময়ের জন্য আবেদন করেন। কিন্তু, আবেদনের সময় অনুযায়ী জবাব দাখিল করেননি। এতেই পরিষ্কার হয়ে যায় বিবাদীরা শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল নন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।