ডিলারশিপ না পেয়ে খাদ্য কর্মকর্তার হাতে কেটে নেয়ার হুমকি দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
ডিলারশিপ না পেয়ে খাদ্য কর্মকর্তার হাতে কেটে নেয়ার হুমকি দিলেন বিএনপি নেতা

টাঙ্গাইলের ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিলেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে আব্দুস ছালাম তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে উপস্থিত হন এবং সেখানে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে ভয়ঙ্কর হুমকি প্রদান করেন।


জানা যায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলারশিপ নিয়োগের জন্য আবেদনকারীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ডিলারশিপ নির্ধারণ করা হয়। গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও ওই লটারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তবে তিনি ডিলারশিপ পেতে ব্যর্থ হন। এই কারণে তিনি ক্ষুব্ধ হয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে গিয়ে শোরগোল সৃষ্টি করেন।


আব্দুস ছালাম সেখানে গালিগালাজ শুরু করে এবং লটারির মাধ্যমে গাবসারা ইউনিয়নে যাদের ডিলারশিপ দেওয়া হয়েছে, তাদের ডিও (ডিস্ট্রিবিউটর অপারেটর) বন্ধ রাখতে বলেন। না মানলে, খাদ্য কর্মকর্তার হাত কেটে ফেলতে হুমকি দেন। উপস্থিত অফিস সহকারী হৃদয় এবং কম্পিউটার অপারেটর শাহনাজ জানান, তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এ ঘটনায় খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।


অন্যদিকে, গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম দাবি করেছেন যে, খাদ্য কর্মকর্তার সাথে তার কিছু কথাকাটাকাটি হয়েছে, কিন্তু হাত কেটে ফেলার হুমকি দেননি। তিনি খাদ্য কর্মকর্তার বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা হিসেবে অভিহিত করেছেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন এবং প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।