নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে প্রতিবেশীর হামলায় কামাল বেপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী স্থানীয় মৃত ইসমাইল বেপারীর ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, কামাল বেপারীর ভাতিজা সুমন বেপারীর বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এতে প্রতিবেশীরা বিরক্ত হন। বিশেষ করে একই গ্রামের মৃত আক্কু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী ক্ষুব্ধ হয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালালে কামাল বেপারী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্তরা ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই কামাল বেপারীকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, গ্রামে এমন নৃশংস ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। সাউন্ড বক্সের শব্দ নিয়ে এমন ঘটনা এলাকায় আগে ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানগুলোতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের সংঘর্ষ না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।
আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে নিহতের পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।