নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার ভবানীপুর বাজার চত্বরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দিন চঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ এসএম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। এছাড়া, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন নসিব, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এ সভায় অংশ নেন।
সভায় বক্তারা ৩১ দফা দাবির গুরুত্ব তুলে ধরে, জনগণের অধিকার রক্ষায় বিএনপির আন্দোলনকে সফল করার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং বিএনপির মূল লক্ষ্য হলো জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠা করা। বক্তারা এই বিষয়ে একযোগভাবে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে, আগামী দিনে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের সংকল্প ব্যক্ত করেন। তারা বলেন, দেশের জনগণ একত্রিত হয়ে বিএনপির নেতৃত্বে সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে দাঁড়াবে।
এ সভায় আত্রাইয়ের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।