কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাবর্তী ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিজিবি সদস্যরা এই সফল অভিযান চালায়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় জানতে পারেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে। এর পর, নাজিরপাড়া বিওপি’র টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। রাত দেড়টার দিকে ৬ জন চোরাকারবারি নাফ নদী সাঁতরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং কেওড়া বাগানের দিকে এগিয়ে যায়।
টহলদল চোরাকারবারিদের ধাওয়া করলে, তারা রাতের অন্ধকারে কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি করে তিনটি ব্যাগের মধ্যে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে, অভিযান চালিয়ে চোরাকারবারি বা তাদের সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলছে। এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানকে আরো সুস্পষ্ট করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।