আত্রাই ডিজিটাল হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শনিবার ২৮শে মে ২০২২ ০৬:০৩ অপরাহ্ন
আত্রাই ডিজিটাল হাসপাতাল সিলগালা

নওগাঁর আত্রাইয়ে “আত্রাই ডিজিটাল হাসপাতাল” নিবন্ধন না থাকায় এবং ক্লিনিকের ভিতরের পরিবেশ অপরিস্কার থাকায় সিলগালা করা হয়েছে।


২৮ মে শনিবার সকালে সহকারী কমিশনার ভূমি ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করেন।


ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, নিবন্ধন বিহিন ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়ার আদেশ পেয়ে শনিবার সকালে উপজেলার সেভেন স্টার হাসপাতাল ও আত্রাই ডিজিটাল হাসপাতালে অভিযান চালাই। নিবন্ধন না থাকায় এবং ক্লিনিকের ভিতরের পরিবেশ নোংরা থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে “আত্রাই ডিজিটাল হাসপাতাল” সিলগালা করি।


অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা হ্যাপি, ডাক্তার আরিফ হাসান, এস আই কামরুজ্জামান, এস আই মুনিরুল ইসলামসহ হাসপাতালের অফিস সহকারী জামান হোসেন উপস্থিত ছিলেন।