অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশনা বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছ ভূঞাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার(২৮ মে)দুপুরে উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় উপজেলার সোনিয়া হসপিটাল, মা ক্লিনিক-২ ও আইডিয়াল ক্লিনিক সহ মোট তিনটি ক্লিনিক তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবাহান।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো: আলাউল ইসলাম মুঠোফোনে বলেন, সঠিক কাগজপত্র দেখাতে না পারায় উপজেলার তিনটি ক্লিনিক তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।