দুর্নীতির মামলায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি অর্থ আত্মসাতের দায়ে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।