আফগানিস্তানের হামলায় নিহত ১৯ পাকিস্তানি সেনা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৮শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৫ অপরাহ্ন
আফগানিস্তানের হামলায় নিহত ১৯ পাকিস্তানি সেনা

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা হয়।


চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, হামলায় পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত এবং তিনজন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে পাকিস্তানি এক সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।


সীমান্তে সংঘর্ষে ভারী অস্ত্র ব্যবহার করা হয় বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশ ও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় এই সংঘর্ষ হয়। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্তভাবে গোলাগুলি চলে।


এর আগে, ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। সেই অনুযায়ী শনিবার ভোরে আফগান বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় হামলা চালায়।


পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত দু’টি স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংঘর্ষে একজন সৈন্য নিহত এবং সাতজন আহত হয়েছেন।


আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে (পূর্বে টুইটার) এক বার্তায় জানায়, ‘‘সীমান্তের ওপারে বেশ কয়েকটি পয়েন্টে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।’’ আফগানিস্তানের খোস্ত প্রদেশের এক কর্মকর্তা জানান, সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়েছে।


২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।


চলতি বছরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সহিংসতায় পাকিস্তানের ৩৮৩ সৈন্য নিহত হয়েছেন এবং পাকিস্তানি বাহিনী ৯২৫ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসলামাবাদ।


সূত্র: এএফপি, রয়টার্স, সিজিটিএন।