প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৫০
দেশের সাতটি ওষুধ কারখানায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সাতটি ওষুধ কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে মেডিকেল প্রমোশন অফিসার, অ্যারিস্টোফার্মায় মেডিকেল ইনফরমেশন অফিসার, ল্যাবএইড ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার, ইউনিমেড উইনিহেলথে এরিয়া সেলস ম্যানেজার, অরিয়ন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার, পপুলার ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফর্মেশন অফিসার ও বিকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফর্মেশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ওষুধ কোম্পানির এই পদগুলোতে আবেদন করার জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক পাশ। এছাড়া বয়স হতে হবে ৩০ এর নিচে এবং এইচএসসি পর্যন্ত পড়াশোনায় থাকতে হবে বিজ্ঞান বিভাগ।
ইউনিমেড উইনিহেলথ ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোতে সরাসরি আবেদনপত্র নিয়ে যেতে হবে। কোনো আনুষ্ঠানিক আবেদন করার প্রয়োজন নেই। ইউনিমেড উইনিহেলথে মেডিকেলে এরিয়া সেলস ম্যানেজার পদের জন্য বয়স ৪০–এর নিচে হতে হবে। যেকোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে সিভি মেইল করতে হবে। মেইল করার ঠিকানা [email protected]
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে মেডিকেল প্রমোশন অফিসার পদে জীবনবৃত্তান্ত, সার্টিফিকেটের মূল, ফটোকপিসহ ২৩ ফেব্রুয়ারি মহাখালীর স্কয়ার সেন্টারে যেতে হবে।
ইনিউজ ৭১/এম.আর