বিখ্যাত ভাসমান মসজিদটি ভেঙে ফেলেছে চীন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জানুয়ারী ২০২০ ১২:২৫ অপরাহ্ন
বিখ্যাত ভাসমান মসজিদটি ভেঙে ফেলেছে চীন!

ইসলামি চিহ্ন মুছে ফেলার অভিযানে যুক্ত হলো আরও একটি মসজিদ। এবার লানজু শহরে হলুদ নদীর কিনারে বিখ্যাত একটি ভাসমান মসজিদ ভেঙে ফেলেছে চীন কর্তৃপক্ষ। জানা গেছে, ১৯১৪ সালে নির্মিত হয় মসজিদটি। এরপর ১৯৬৬-৬৭ সালের দিকে সাংস্কৃতিক বিপ্লবের সময় ভেঙে ফেলা হয় মসজিদটি।এরপর ১৯৮০ এর দশকে পুনরায় নির্মাণ করা হয় মসজিদটি।

২০১৯ সালে মসজিদটি দ্বিতীয়বারের মতো ভেঙে ফেলা হলো। আবার গড়ে উঠবে মসজিদটি, এমন আশা করা এখন কঠিন। কারণ, মসজিদ ভাঙার অভিযান তীব্র হচ্ছে চীনে। নতুন মসজিদ নির্মাণ দূরের কথা, পুরাতন মসজিদগুলোই ঠিক রাখা যাচ্ছে না।

ইনিউজ ৭১/এম.আর