Wish to be in their world which knows no difference. Kudos to the photographer. Forwarded.
সবার সঙ্গে ভাগ করে খাওয়ার শিক্ষা যে পশুপাখিদের মধ্যেও রয়েছে, তা আরও একবার সামনে এল। পশুপাখিরা নিজের পরিবারের সঙ্গে খাবার ভাগ করেই খায়। কিন্তু এক কাঠবেড়ালি যেভাবে পাখিদের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে তা খুব কমই দেখা দিয়েছে।
ছবিটিতে দেখা যাচ্ছে, কাঠবেড়ালিটি পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সামনের পা দিয়ে মুখের কাছে ধরে রেখেছে একটি বিস্কুট। আর তার সামনেই দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ছোট ছোট পাখি। তাদের মধ্যে দু’টি পাখি কাঠবিড়ালির বিস্কুটের দিকে তাকিয়ে রয়েছে। একটি পাখিতো আবার কাঠবেড়ালির ধরে রাখা অবস্থাতেই বিস্কুটে ভাগ বসিয়েছে।
সুধা রমেন, আইএফএস নামে এক টুইটার হ্যান্ডলে ২৭ নভেম্বর একটি ছবি পোস্ট হয়েছে। ছবিটি তাঁকে কেউ ফরওয়ার্ড করেছিলেন, সেটিই তিনি পোস্ট করেছেন। সেই সঙ্গে ফটোগ্রাফারকেও কুর্নিশ করেছেন এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য। পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ সেটিকে লাইক ও রিট্যুইট করছেন।
Wish to be in their world which knows no difference. Kudos to the photographer. Forwarded.
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।