
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ০:৫

মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে বিদ্রুপ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রী বরিস জনসনের লেখা একটি কলাম প্রকাশের পর ইসলামভীতি হামলার সংখ্যা ৩৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। গেলো বছরের আগস্টে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফে বরিস জনসনের ওই কলামটি প্রকাশ করা হয়, যেখানে বোরকা পড়া নারীদের চিঠির বাক্স এবং ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেন বরিস।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব