
প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ২২:৩৯

কয়েকদিন আগে সার্চ ইঞ্জিন গুগলে ‘ইডিয়ট’ লিখে সার্চ করলেই ভেসে আসতো ডোনাল্ড ট্রাম্পের ছবি। একই ঘটনা ঘটছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষেত্রেও। উর্দুতে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে পাওয়া যাচ্ছে ইমরান খানের ছবি। এ নিয়ে প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইকে। পাকিস্তানের অ্যাসেম্বলিতে পিচাইকে এ বিষয়ে প্রশ্ন করা হবে বলে একটি রেজুলিশন পাশ করা হয়েছে পাঞ্জাব অ্যাসেম্বলিতে। রেজুলিউশনে বলা হয়েছে, গুগল সিইওকে ডেকে জিজ্ঞাসা করা হবে, কেন ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি আসছে।
মার্কিন কংগ্রেসের এক শুনানিতে গুগল সিইও-র কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান জো লফগ্রেন জিজ্ঞাসা করেন, ‘সার্চ অপশনটি কিভাবে কাজ করে যে সব সময়ই এমনটি ঘটে?’ জো লফগ্রেন কংগ্রেসের বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিয়ে দেখান যে সেখানে ট্রাম্পের বেশ কয়েকটি ছবি চলে আসে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব