কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ২০

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৮ই আগস্ট ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ন
কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ৪৫ জনেরও বেশি মানুষ। পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের ‘শাহরে দুবাই’ হোটেলে শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু মানুষের হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি। তবে কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। কোনো কোনো সূত্র এ ঘটনায় ৫০ জনের নিহত হওয়ার খবর দিলেও তা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ার খবর দিচ্ছে কর্তৃপক্ষ।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও দায়েশ (আইএস) আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে। শুক্রবার পাকিস্তানের কোয়েটা শহরের কাছে একটি মসজিদে পেতে রাখা বোমা বিস্ফোরণে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা’র একজন ভাই নিহত হন। হামলার সময় হাইবাতুল্লাহর ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল এবং তাকে লক্ষ্য করেই বোমা পেতে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। পাকিস্তানে তালেবান নেতার ভাই নিহত হওয়ার একদিন পর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এ হামলা চালানো হলো।

ইনিউজ ৭১/এম.আর