জম্মু-কাশ্মীর সীমান্তে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের দাবি, শনিবার পাকিস্তানি সেনাদের গুলিতে তাদের এক সেনা নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত জওয়ানের নাম ল্যান্সনায়েক সন্দীপ থাপা। ১৫ বছর ধরে ভারতীয় সেনায় কর্মরত ছিলেন সন্দীপ। নিহত সেনার বাড়ি দেরাদুনে।
লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, ‘পাকিস্তান শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে গুলি বর্ষণ শুরু করে। ভারতীয় সেনাদের পক্ষ থেকেও পাল্টা আক্রমণ শানানো হয়।’ বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাঁটি এলাকায় মর্টার নিক্ষেপ করেছিল। ভারতও গুলি চালায়। সেদিন দুই দেশের সেনারাই মারা যান।
গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। সেই থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।