ভারতের রাজধানী নয়াদিল্লির অলইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালের দ্বিতীয় এবং তৃতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনো পর্যন্ত সেখানে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর ৩৪টি ইঞ্জিন কাজ করছে। দ্বিতীয় এবং তৃতীয় তলার রোগীদের দ্রুত অন্য ভবনে শিফট করা হয়েছে।
এখনও পর্যন্ত প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি। ভারতের প্রথমসারির হাসপাতালের মধ্যে AIIMS-এরনামে আসে। বহু সেলবব্রিটিরও চিকিৎসা চলে এই হাসপাতালে। এই মুহূর্তে সংকটজনক অবস্থায় এখানেই ভরতি রয়েছেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
অর্থপেডিক ওয়ার্ডের ওটির সামনে প্রথম আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের বেশ কিছুটা অংশ। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। সূত্র: এই সময়
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।